অধ্যক্ষের বাণী
“পাথরে যেমন আগুন লুকানো। মৃত্তিকার গভীরে পানি লুকানো। তেমনি প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে প্রতিভা লুকান”। এই প্রতিভাকে যে শিক্ষক এবং যে শিক্ষা প্রতিষ্ঠান জাগিয়ে তুলতে পারে তিনিই সার্থক শিক্ষক এবং সেই প্রতিষ্ঠানটি ই শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। শুধু গোল্ডেন A+ নয়, গোল্ডেন A+ এর সাথে সাথে আপনার সন্তান গোল্ডেন মেধা নিয়ে প্রকৃত পক্ষেই শিক্ষার আলোকে আলকিত হোলও কিনা তা মূল্যায়নের দাবি আপনার কাছে।
আমরা প্রচার আর চাকচিক্যে বিশ্বাসী নই, কাজে বিশ্বাসী। আমাদের বিগত দিনের পরীক্ষার ফলাফল এবং ছাত্রছাত্রীদের মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও ইউনিভার্সিটিতে ভর্তিসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ মর্যাদা এবং সম্মানজনক চাকুরিতে যোগ্য অবস্থানই তার প্রমাণ। আমরা আমাদের কলেজকে আরও উচ্চমাত্রায় উন্নীত করতে চাই যাতে অত্র এলাকার কোন মেয়েকে দূরের কোন শিক্ষা প্রতিষ্ঠানে যানজট পেরিয়ে যেতে না হয়।
এ, কে, স্কুল অ্যান্ড কলেজের একাদশ –দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান-মানবিক-ব্যবসায় শিক্ষা তিনটি বিভাগই রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী এবং গভর্নিং বডির সুপরিচালনায় বিশেষ করে মাননীয় সভাপতি, ঢাকা- ৫ আসনের সাংসদ শিক্ষাদরদী জ্ঞানতাপস জনাব আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা অত্র প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করায় ইতোমধ্যেই তা সুধিজনের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে।
সম্মানিত এলাকাবাসী, অভিভাবকমণ্ডলী ও প্রিয় ছাত্রীবৃন্দ কোন ব্যবসায়িক উদ্দেশ্যে নয় বরং সম্পূর্ণ শিক্ষাসেবার মাধ্যমে উন্নত ফলাফল নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের সুসন্তান, সুনাগরিক হিসেবে গড়ে তোলার মানসে কলেজ শাখায় ছাত্রী ভর্তির জন্য সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
পরিশেষে এ, কে, স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে দাতা পরিবারসহ যে সকল শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ যুক্ত ছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অত্র প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত থাকুক ও শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় নিয়োজিত হয়ে স্বপ্নের সমান বড় হোক সৃষ্টিকর্তার কাছে এ কামনা রইল।